রবিবার, ১০ জুন, ২০১২

বৃষ্টি ও বর্ষাকাল



বৃষ্টি পরে টাপুর টুপুর,খালবিল ভরে যায়
পূব আকাশে সূর্য মামা-মেঘে ঢেকে যায়।
ফোঁটে নানা রংয়ের ফুল, ফলে নানা ফল
প্রকৃতি তার কণ্ঠে বলে এলো বর্ষাকাল।

নদী ভরে যায় পদ্ম ফুলে, মাঠ ভরে যায় ফসলে
গাছে গজায় নতুন পাতা, পথ ভরে যায় জলে
মাছেরা সব খেলা করে, বর্ষাকাল এলে......
তৃষ্ণার্ত ধরা জেগে ওঠে বর্ষা হলে।

বর্ষাকালের মতো ঋতু, আর নেই যে ভাই-
এ কালটি মানব মনে দোলা দিয়ে যায়।

                                                - সামিন রেজা শ্রেণী-তৃতীয়, বরিশাল জিলা স্কুল  ১০ জুন, ২০১২