মঙ্গলবার, ৭ মে, ২০১৩

আমার স্বপ্ন



আমার স্বপ্ন যদি-
          সত্যি হয়ে থাকে
তবে আমি পুলিশ হবো
খুশি খুশি মনে।
বাবা মায়ের সেবা করব
          ভক্তি শ্রদ্ধা দিয়ে।।
-আদীব রেজা শ্রেণী-নার্সারী, অমৃতলাল দে কিন্ডারগার্টেন, বরিশাল ০৭ মে, ২০১৩

মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৩

মুক্তিসেনা


দেশকে স্বাধীন করেছে যাঁরা তারাই মুক্তিসেনা
করা যায় না-কারো সাথে তাঁদের দানের তুলনা
যাঁরা বাজি রেখেছে নিজের জীবন,
দিয়েছে লক্ষ প্রাণ, তাঁরাই দেশের সম্মান।

ভাবেনি তাঁরা লাভের কথা, পরেনি তাঁরা লোভে
শুধু একটা শপথ করেছে-‘দেশকে বাঁচাতেই হবে’।

এমন ছেলে যদি সব দেশে হতো-
তবেই সে দেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াত।

                                                                      
- সামিন রেজা শ্রেণী-চতুর্থ, বরিশাল জিলা স্কুল  ২৬ মার্চ, ২০১৩

শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৩

দুখী ছেলে



রাহাত নামের একটি ছেলে
          পথ পেরিয়ে বন ছাড়িয়ে,
খোঁজে সে মা-বাবাকে-
          পুরনো সেই স্মৃতিগুলোকে-
লঞ্চ,বাস কিংবা রেলষ্টেশনে
বুকে হা-হা-কার,কষ্ট মনে।
পায় না সে খাদ্য খেতে-
কষ্ট করে তীব্র শীতে
          শুধু একটাই কথা তার-
                   ‘মা-বাবাকে ছাড়া আমি অনাথ’।


- সামিন রেজা শ্রেণী-চতুর্থ, বরিশাল জিলা স্কুল  ১৮ জানুয়ারী, ২০১৩