রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

বাংলা বিজয়ই


বিজয়কালে পাখি ডাকে,
কি সুন্দর কথা
ফুল ফোঁটে-
গোলাপ, বেলি - জবা
           কি সুন্দর, অনেক সুন্দর
                      সুন্দর বিজয়বেলা।

-আদীব রেজা শ্রেণী-প্লে, অমৃতলাল দে কিন্ডারগার্টেন, বরিশাল ১৬ ডিসেম্বর, ২০১২

ঋতু


ছয় ঋতুর এই বাংলাদেশে
গ্রীষ্মকাল যাবার শেষে,
বর্ষা আসার আগমনে-
বৃষ্টি ছোঁয়া লাগল মনে।
বর্ষা শেষে শরৎ এলো
শিউলিতে গাছ ভরে গেলো
হেমন্তে ধান ঘরে এলো
পিঠা পায়েস বানিয়ে খেলো।
গাঁদা ফুলের দিন শীত এলো-
গাছের পাতা ঝরে গেলো,
শেষ ঋতু  বসন্তকালে,
কোকিল কুহু কুহু বলে।

- সামিন রেজা শ্রেণী-তৃতীয়, বরিশাল জিলা স্কুল  ১৬ ডিসেম্বর, ২০১২

রবিবার, ১০ জুন, ২০১২

বৃষ্টি ও বর্ষাকাল



বৃষ্টি পরে টাপুর টুপুর,খালবিল ভরে যায়
পূব আকাশে সূর্য মামা-মেঘে ঢেকে যায়।
ফোঁটে নানা রংয়ের ফুল, ফলে নানা ফল
প্রকৃতি তার কণ্ঠে বলে এলো বর্ষাকাল।

নদী ভরে যায় পদ্ম ফুলে, মাঠ ভরে যায় ফসলে
গাছে গজায় নতুন পাতা, পথ ভরে যায় জলে
মাছেরা সব খেলা করে, বর্ষাকাল এলে......
তৃষ্ণার্ত ধরা জেগে ওঠে বর্ষা হলে।

বর্ষাকালের মতো ঋতু, আর নেই যে ভাই-
এ কালটি মানব মনে দোলা দিয়ে যায়।

                                                - সামিন রেজা শ্রেণী-তৃতীয়, বরিশাল জিলা স্কুল  ১০ জুন, ২০১২