শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৩

দুখী ছেলে



রাহাত নামের একটি ছেলে
          পথ পেরিয়ে বন ছাড়িয়ে,
খোঁজে সে মা-বাবাকে-
          পুরনো সেই স্মৃতিগুলোকে-
লঞ্চ,বাস কিংবা রেলষ্টেশনে
বুকে হা-হা-কার,কষ্ট মনে।
পায় না সে খাদ্য খেতে-
কষ্ট করে তীব্র শীতে
          শুধু একটাই কথা তার-
                   ‘মা-বাবাকে ছাড়া আমি অনাথ’।


- সামিন রেজা শ্রেণী-চতুর্থ, বরিশাল জিলা স্কুল  ১৮ জানুয়ারী, ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন