রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

ঋতু


ছয় ঋতুর এই বাংলাদেশে
গ্রীষ্মকাল যাবার শেষে,
বর্ষা আসার আগমনে-
বৃষ্টি ছোঁয়া লাগল মনে।
বর্ষা শেষে শরৎ এলো
শিউলিতে গাছ ভরে গেলো
হেমন্তে ধান ঘরে এলো
পিঠা পায়েস বানিয়ে খেলো।
গাঁদা ফুলের দিন শীত এলো-
গাছের পাতা ঝরে গেলো,
শেষ ঋতু  বসন্তকালে,
কোকিল কুহু কুহু বলে।

- সামিন রেজা শ্রেণী-তৃতীয়, বরিশাল জিলা স্কুল  ১৬ ডিসেম্বর, ২০১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন